ট্রাম্পের মতো মোদিও জনগণের আবেগ নিয়ে খেলছে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যেভাবে জনগণের আবেগ নিয়ে খেলা করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও লোকসভা নির্বাচনে তাই করছেন।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের আন্তর্জাতিক শাখার প্রধান ও দীর্ঘদিন ধরে গান্ধী পরিবারের উপদেষ্টার দায়িত্ব পালন করা শ্যাম পিত্রদা গত সোমবার এক স্মারক বক্তৃতায় এ কথা বলেন।

‘প্রযুক্তির যুগে রাজনৈতিক প্রচারাভিযান’ শীর্ষক ওই স্মারক বক্তৃতায় শ্যাম আরও বলেন, নির্বাচনে সর্বপ্রথম তথ্যপ্রযুক্তি ব্যবহার করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর মধ্য দিয়ে বারাক ওবামা তরুণদের মন জয় করতে পেরেছেন সহজেই।

তিনি আরও বলেন, নির্বাচনে ট্রাম্প মোদির মতোই চাতুরীর আশ্রয় নিয়েছেন। অভিবাসী তাড়ানোর ধোঁয়া তুলে সস্তা জনপ্রিয়তা কুড়ানোর চেষ্টা করেছেন। মেক্সিকো সীমান্ত নিয়েও জনগণের দৃষ্টি ফেরানোর চেষ্টা করেন ট্রাম্প।

একইভাবে সীমান্তকে ইস্যু বানিয়ে নির্বাচনে জয়ী হওয়ার ফন্দি করেছেন নরেন্দ্র মোদিও।

মার্কিন নির্বাচনে মিথ্যাচার করে হিলারি ক্লিনটনকে যেভাবে নাস্তাবুদ করেছেন ট্রাম্প, একইভাবে কংগ্রেসের বিরুদ্ধেও নানা মিথ্যাচার করছে মোদি।

৭০ বছরেও কংগ্রেস ভারতে কিছু করতে পারেনি, ভবিষ্যতেও কিছু পারবে না।- এ ধরনের কথা বলে ভোটারদের বিজেপির দিকে টানার কৌশল অবলম্বন করছেন মোদি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর