আবরারের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার আদেশ বহাল

সুপ্রভাত পরিবহনের বাস চাপায় নিহত বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে তাৎক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা প্রদানে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

এর আগে গত ২০ মার্চ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ দেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে যায় ওই পাঁচ পরিবহন কোম্পানি। শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করার আবেদন খারিজ করে দেয়।

১৯ মার্চ রাজধানীর নর্দ্দা এলাকায় বাসচাপায় আবরার নিহত হন। যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর