সাভারে ৫ হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রাজধানীর অদূরে সাভারে ৫ হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস টিএন্ডডি কর্তৃপক্ষ। সোমবার (৮ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত অভিযানে সাভারের ইমান্দিপুর, নিমেরটেক ও শোভাপুর এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করন অভিযানে তিতাসের কারিগরি টিমের প্রায় ৮০ জন শ্রমিক অংশগ্রহণ করেন। সংযোগ বিচ্ছিন্ন কালে ব্যবহার করা রাইজারগুলোও খুলে নেওয়া হয়।

তবে এলাকার ভুক্তভোগীরা জানান, প্রায় এক বছর আগে সাভারের এসব এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় এলাকার প্রভাবশালীরা। তাই সাধারণ গ্রাহকদের হয়রানি না করে অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ ব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, সাভারের সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। নিয়মিত এ অভিযান মাসজুড়ে চলবে। আর অবৈধ সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে রাতে সাভার মডেল থানায় মামলা করা হবে।

সংযোগ বিছিন্ন কালে এসময় উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান, উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, সহ-ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক মোঃ সাকিব সহ তিতাসের সংযোগ বিচ্ছিন্নকরণ কারিগরি টিমের সদস্যগণ।

অভিযান চলাকালে ওইসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছিলো।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর