যশোর শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্রে ১৬ জন পরীক্ষার্থী বহিষ্কার

যশোর শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক(এইচএসসি) পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্রে অসাধুপায় অবলম্বনের দায়ে ১৬ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। (সোমবার ০৮ই এপ্রিল)বিভিন্ন কেন্দ্র থেকে তাদের বহিস্কার করা হয়।

বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে সাতক্ষীরায় ১জন,কুমারখালীতে ১ জন,মশিয়াহাটিতে ১জন, কেশবপুরে ১ জন,নবগঙ্গায় ৩ জন, লাহুড়িয়ায় ১ জন,ঝিনাইদহে ৮ জন রয়েছে।এদিন ১ হাজার ৮০৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, কিছু ছোট-খাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হচ্ছে।তবে কোন কেন্দ্রের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণসহ অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে

।কাটগড়া ও উত্তরনারানপুর কেন্দ্রের বিরুদ্ধের বেশ অভিযোগ ছিল।শিক্ষাবোর্ডের স্পেশাল পরিদর্শক টিম এ কেন্দ্র দুটিতে প্রতিনিয়ত পরিদর্শন করছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, ইংরেজি দ্বিতীয়পত্রে অসাধুপায় অবলম্বনের দায়ে ১৬ জন পরীক্ষার্থী বহিস্কার হয়েছে। ইংরেজি দ্বিতীয়পত্রে ১ লাখ ২২ হাজার ৭৯ জন পরীক্ষার্থী ছিল।এরমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ২০ হাজার ২৭৬ জন।

অনুপস্থিত ছিল ১ হাজার ৮০৩ জন।অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে খুলনায় ২৫৬,বাগেরহাটে ১০৬, সাতক্ষীরায় ১৯৪,কুষ্টিয়ায় ২১৬, চুয়াডাঙ্গায় ১৪০,মেহেরপুরে ৭৫, যশোরে ৩১৪,নড়াইলে ১২৪, ঝিনাইদহে ২৪২ ও মাগুরায় ১৩৬ জন রয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর