কিশোরগঞ্জে নবীজিকে কুটুক্তিকারী সেই মাওলানাকে কারাগারে প্রেরণ

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় মহানবী (সাঃ)কে কটুক্তির অভিযোগে আটক হাবীবুর রহমান রেজভী (৫৪) নামে একজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ওবায়দা খানম এর খাস কামরায় আজ সোমবার বিকালে অভিযুক্ত হাবীবুর রহমানকে উপস্থাপন করা হলে বিচারক এ নির্দেশ দেন। আদালতের জিআরও এএসআই মোঃ সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে বার্তা বাজারকে জানান, আসামী পক্ষে কোন জামিনের আবেদন না থাকায় বিচারক বেগম ওবায়দা খানম এ নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, সম্প্রতি উপজেলার উপজেলার গোয়াতলা গ্রামের গ্রামের বাসিন্দা ও স্থানীয় খানকা শরীফের পীর হিসাবে পরিচিত মাওলানা হাবীবুর রহমান রেজভীর ওয়াজ মাহফিলে রাখা বক্তব্য ভিডিওতে ভাইরাল হয়।

উক্ত বক্তব্যে মহানবী(সাঃ)কে কটুক্তি করায় জনমনে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়। গতকাল রবিবার রাতে কটিয়াদি উপজেলা সদরে গেঞ্জি মহলে হাবীবুর রহমানকে দেখে

সাধারণ ধর্মপ্রাণ মানুষ একত্রিত হয়ে তার উপর চড়াও হয় এবং গণ পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর