ভোটার তালিকা হালনাগাদকরণে ইসির সভা

ভোটার তালিকা হালনাগাদের কর্মসূচি-২০১৯ নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

৮ এপ্রিল, সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সভায় কমিশনার, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এবং যুগ্ম ও অতিরিক্ত সচিবরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, সভার কার্যপত্রে ভোটার তালিকা হালনাগাদ ছাড়াও প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারের দফতর এবং ইসি সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের জন্য পদ সৃজন ও যানবাহন টিওঅ্যান্ডইতে অন্তর্ভুক্তকরণ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর