রাজধানীতে ট্রাফিক আইন অমান্যে সাড়ে ৫ হাজার মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে রোববার সারাদিন অভিযান চালিয়ে ৫হাজার ৭৫৭টি মামলা ও ২৯লাখ ৮১হাজার ২শ’ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ৫৮টি গাড়ি ডাম্পিং ও ৮৯৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অভিযানকালে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ৮৮টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করায় ৩টি, উল্টোপথে গাড়ি চালানোয় ৯২২টি গাড়ির বিরুদ্ধে মামলা, বিভিন্ন স্টিকার ব্যবহার করায় ১টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোয় ৬টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

এছাড়া ট্রাফিক আইন অমান্য করায় ২হাজার ২৯৬টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১২৫টি মোটর সাইকেল আটক করা হয়। সেইসঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ২৩টি মামলা করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর