কেকেআরের সামনে মাত্র ১৪০ রানের লক্ষ্য

নিজেদের মাঠে টস হারতে হয়েছিল রাজস্থান রয়্যালস অধিনায়ক আজিঙ্কা রাহানেকে। টস হারলেও প্রথমে ব্যাট করার সুযোগ পায় তারা।

ব্যাট করতে নেমে অবশ্য কেকেআরের সামনে খুব বড় কোনো লক্ষ্য বেধে দিতে পারেনি তারা। স্টিভেন স্মিথ দুর্দান্ত ব্যাটিং করা সত্ত্বেও কেকেআরের সামনে মাত্র ১৪০ রানের লক্ষ্য বেধে দিতে পেরেছে রাজস্থান।

জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আজিঙ্কা রাহানের উইকেট হারায় রাজস্থান। মাত্র ৫ রান করেন তিনি। তবে জস বাটলার আর স্টিভেন স্মিথের ব্যাটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় রাজস্থান। ৭২ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা দু’জন।

৩৪ বলে ৩৭ রান করে আউট হন বাটলার। ৫৯ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন স্মিথ। বড় স্কোর করলেও স্মিথের ব্যাটিং ছিল স্লো। এ কারণেই রাজস্থানের স্কোরবোর্ডে রান এত কম।

নির্ধারিত ২০ ওভার শেষে রাজস্থানের রান দাঁড়ায় ৩ উইকেটে ১৩৯। উইকেট ধরে রেখেও কেকেআরের সামনে বড় স্কোনো চ্যালেঞ্জ দাঁড় করাতে ব্যর্থ হলো স্বাগতিক রাজস্থান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর