ফেনীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ফেনীতে রবিবার(০৭ এপ্রিল) সকালে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে “সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা”-এই প্রতিপাদ্য বিষয় নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম,বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন( বিএমএ) ফেনী শাখার সাধারণ সম্পাদক ডাঃ বিমল চন্দ্র দাস।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন মাহামুদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইফতেখার আহম্মেদ চৌধুরী,জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ আবু তাহের,জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডাঃ রুবাইয়াত বিন করিম,জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মোঃ দিদারুল আলম ভূঁঞা, নাসিং ইনস্টিটিউশনের ইনচার্জ দিলিপ কুমার, ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এন্ড ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ হারুন উর রশিদ,ব্র্যাক ফেনী জেলা প্রতিনিধি অরুন কুমার দাস,সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার আবু মোহাম্মদ, মানব কল্যাণ সোসাইটির প্রতিনিধি মোঃ বাহার,গ্রাম্য ডাক্তার হোসনে আরা শাকিলা,সাজেদা ফাউন্ডেশনের প্রতিনিধি মাকসুদা আক্তার।

এর আগে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সভা শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর