শেরপুরে প্রশাসনের আয়োজনে নববর্ষের প্রস্তুতি সভা

শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪২৬ উদযাপন উপলক্ষে ৭ এপ্রিল রোববার
শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক আনার কলি মাহবুব’র সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, পৌর প্যানেল মেয়র-১ আতিউর রহমান মিতুল।

এসময় অনুষ্ঠানের সভাপতি আনার কলি মাহবুব তার বক্তব্যয় বলেন, আগামী বাংলা নববর্ষ-১৪২৬ শেরপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে। এজন্য সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজের ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল’র সঞ্চালনায় মুক্ত আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী আরিফুর রহমান, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, শেরপুর জেলা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খাইরুল কবির সুমন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, জেলা শিক্ষা অফিসার মোকসেদ আলী, জেলা তথ্য অফিসার তাসলিমা জান্নাত, শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি প্রভাষক তপন সারোয়ার, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সভানেত্রী সঞ্চিতা হোড় দীপুসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর