পােরশা সীমান্তে দুই গরু ব্যবসায়ীকে আটক করছেে বিএসএফ

নওগাঁর পোরশা সীমান্তে বাংলাদশেী দুই গরু ব্যবসায়ীকে ভারতীয় বিএসএফআটক করছেে বলে জানা গছে।রববিার ভোর রাতে ভারতরে কদরী পাড়া ৬০ বএিসএফ জোয়ানরা তাদরেকে আটক করনে ।

আটককৃতরা হলনে, উপজলোর উপজলো সদররে কপালীর মোড় নামক স্থানরে জাহদিুল ইসলামরে ছলেে রতন বাবু (১৮) ও একই উপজলোর বালাশহদি গ্রামরে সাজদেুল ইসলামরে ছলেে শরফিুল ইসলাম (২০)।
জানা গছে,ে শনবিার রাতে এলাকার বশে কছিু গরু ব্যবসায়ী ভারত অভ্যন্তরে অবধ্যৈ ভাবে চোরাই পথে গরু আনতে যায়। গরু নয়িে তারা ভোর রাতে সীমান্তরে ২৩০ পইেন পলিার এলাকা দয়িে বাংলাদশেে আসার চষ্টে করলে বএিসএফ ক্যাম্পরে জোয়ানরা তাদরে পছিু ধাওয়া করনে । এ সময় অন্যরা পালয়িে বাংলাদশেে আসতে পারলওে ভারতরে ভতেরে ৪শ’ গজ কদম তলা নামক স্থান থকেে রতন বাবু এবং শরফিুল ইসলামকে আটক করা হয়।

বিজিপি সূত্রে জানা গছে,ে সকালে বষিয়টি এলাকায় জানা জানি হলে বাংলাদশেরে ১৪বজিবিি নতিপুর বওিপি ক্যাম্পরে পক্ষ থকেে পতাকা বঠৈকরে মাধ্যমে আটক দুই জনকে ফরেত আনার জন্য কদোরী পাড়া বএিসএফ জোয়ানদরে পত্র পাঠানো হয়।
বজিবি-১৬ নওগাঁ ব্যাটলয়িনরে নতিপুর ক্যাম্প কমান্ডার সুবদোর মোহাম্মাদ আলী জানান, রববিার দুপূর র্পযন্ত বিএসএফ’ এর পক্ষ থকেে কোন উত্তর পাওয়া যায়নি ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর