অতিরিক্ত মদ পানে রাশিয়ান প্রকৌশলীর মৃত্যু

অতিরিক্ত মদ পানে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রাশিয়ান প্রকৌশলী দিমিত্রি বেল্লি (৪১) মারা গেছেন। এছাড়াও অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুই প্রকৌশলী।

এরা হলেন-মিকায়েল দিমা ও লোগেচেভ লেভ। তারা হাসপাতালের ১৭নং ওয়ার্ডের ৩০ ও ১নং বেডে ভর্তি আছেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিস রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। অসুস্থ মিকায়েল দিমারের বরাত দিয়ে তিনি জানান, শনিবার সকালের দিকে তারা হুইুক ব্র্যান্ডের অতিরিক্ত মদ পান করেন। ওইদিন সন্ধ্যার পর থেকে তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রামেক হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসক নাফিস রহমান বলেন, হাসপাতালে পৌঁছার আগেই একজন মারা যান। বাকি দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। নিহতের মরদেহ হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর