দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষিত জাতির কোন বিকল্প নেই

দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষিত জাতির কোন বিকল্প নেই’ সাভারে ব্যাংক এশিয়ার পক্ষ থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পল্লী এলাকার মেধাবী উচ্চ শিক্ষার্থীদের মাঝে উচ্চ শিক্ষা বৃত্তি প্রদানকালে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। শনিবার (৬ এপ্রিল) দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮৯ শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়। এরআগের ধাপে চট্টগ্রামের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। এসময় প্রতিমন্ত্রী জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়নে বেসরকারী ব্যাংক হিসাবে ব্যাংক এশিয়ার উচ্চশিক্ষা বৃত্তি প্রদান কার্যক্রমের প্রশংসা করেন।

মন্ত্রী এসময় আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষিত জাতির কোন বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনা দিনরাত দেশের জন্যে কাজ করে যাচ্ছেন।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি, সাভার সরকারী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালীম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইইবি) পরিচালক ড. শেখ মোহাম্মদ রাফিউল হক, সহযোগী অধ্যাপক ড. আইরিন আক্তার, আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ হেল কাফি, ব্যাংক এশিয়া লিমিটেড এর পরিচালক এনাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক আরফান, ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর