শেরপুরের নকলায় স্বাস্থ্য কর্মীদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শেরপুর জেলার নকলা উপজেলায় ৬ এপ্রিল শনিবার সকালে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের দায়িত্ব ও কর্তব্য বিষয়বস্তুর উপর ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. মজিবুর রহমান।

৬ এপ্রিল শনিবার থেকে ৮ এপ্রিল সোমবার পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। এতে উপজেলার গনপদ্দী, নকলা, উরফা ও গৌড়দ্বার ইনিয়নে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপিদের এই প্রশিক্ষণ করানো হবে বলে জানান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. মজিবুর রহমান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর