সুখবার্তা মাহমুদউল্লাহ’র কথায়

বিশ্বকাপের আগমুহুর্তে হঠাৎ করে মাহমুদউল্লাহর ইনজুরির খবরে ম্লান হয়ে পড়ে টাইগার ক্রিকেট পাড়া। তবে আশার বানী হচ্ছে, বিশ্বকাপের আগেই তিনি পূর্ণদমে সুস্থ হয়ে উঠবেন তিনি।

সম্প্রতি একাত্তর টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে ইনজুরি প্রসঙ্গে কথা বলেন রিয়াদ, ‘সত্যি কথা বলতে, আমি কিছুটা ভয় পেয়েছিলাম। যখন কিন্তু যখন বিসিবির ফিজিও এবং চিকিৎসকের সাথে কথা হলো তখন বুঝলাম না বেশি সমস্যা নেই। এটা থেকে দ্রুতই সুস্থ হয়ে উঠতে পারবো। পুনর্বাসন ও কিছু নিয়ম মেনে চলার মাধ্যমে।’

১৫ দিনের জন্য মাঠের বাইরে থাকতে বলা হয়েছে রিয়াদকে। পুনর্বাসন প্রক্রিয়া চলার সাথে তার কাঁধের চোটের উন্নতি হচ্ছে বলেই জানান তিনি, ‘কাঁধের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে ঠিকঠাকই আছে। পুনর্বাসনের কাজটা আরম্ভ করেছি ইতোমধ্যে। রানিংও করছি। সবচেয়ে ইতিবাচক দিক এটা হচ্ছে যে, আমার ব্যাটিংয়ে কোনো সমস্যা হচ্ছে না।

রিয়াদের কাছে সবচেয়ে স্বস্তির বিষয় হলো এই চোটের জন্য তার মূল কাজ ব্যাটিংয়ে কোনো সমস্যা হচ্ছে না। তিনি জানান, ‘রানিং করছি। রিহ্যাব চলছে। ব্যাটিংও করতে পারছি। এইজন্য আলহামদুলিল্লাহ এখন ভালোই লাগছে। রিহ্যাবের কাজটা যত ভালো ভাবে সম্পন্ন করতে পারবো ততো দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবো।’

গত ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো বৈশ্বিক টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্নপূরণের নায়ক ছিলেন এই মাহমুদউল্লাহ রিয়াদই। দলের বিপদে বহুবার ঢাল হয়ে দাঁড়ানো এই ব্যাটিং অলরাউন্ডারের দ্রুত সুস্থ হয়ে ওঠা তাই গোটা দেশের জন্যই স্বস্তির খবর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর