মুন্সিগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, ব্লাড ক্যাম্প ও অপারেশন কর্মসূচী অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিনামূল্যে চক্ষু শিবির, ব্লাড ক্যাম্প ও অপারেশন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার পাথরঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লায়ন্স ক্লাব ও পাথরঘাটা উদয়ন সমজ কল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও অপারেশন কর্মসূচী এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ”পুলিশ ব্লাড ব্যাংক” এর আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

ফ্রি চক্ষু শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাত শতাধিক রোগী চিকিৎসা নেন এবং ৬৩ জন রোগীকে চক্ষু অপারেশনের লক্ষ্যে স্লিপ প্রদান করা হয়।

মতিঝিল লায়ন্স ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার ওয়ালিউল্লাহ ফোকারীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাবের ৩১৫ বি-২ এর লায়ন্স ক্লাবের গভর্ণও লায়ন আসফাকুর রহমান এম.জে.এফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১ম ভাইস জেলা গভর্ণর লায়ন মোবারক হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন, লায়ন শাখাওয়াত হোসেন, একে.এম. এমদাদুল হক মিলন প্রমূখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর