জনসেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন মোহাম্মদ নাজিম উদ্দীন

জনসেবায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার পক্ষ থেকে সম্মাননা পেলেন আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীন। তার গ্রামের বাড়ি আধুনগর ঘাটিয়ার পাড়া এলাকায়।

লোহাগাড়ার বিশিষ্ট ক্রীড়াবিদ মরহুম বাদশা মিয়ার প্রথম পুত্র। এপ্রিল (বৃহস্পতিবার) বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার উদ্যোগে আয়োজিত মানবাধিকার সম্মেলন ও সংবর্ধনা’১৯ অনুষ্টানে আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীন এই সম্মাননা পায়।

তিনি আমাদের প্রতিবেদক কে বলেন এ পুরস্কার আরো বেশি জনসেবা করতে আমাকে অনুপ্রাণিত করবে। ইনশাআল্লাহ আগামীতেও মানুষের কল্যাণে কাজ করে যাব।

এদিকে সাধারণ মানুষের কথা বলে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিল।

তাছাড়া শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর