গভীর রাতে বিদ্যালয়ে চুরি, থানায় মামলা

লক্ষ্মীপুরে দিঘলী উচ্চবিদ্যালয়ে গভীর রাতে অফিসের তালা ভেঙে চুরির ঘটনায় লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানায় মামলা হয়েছে। এতে বিদ্যালয়ের নৈশ প্রহরির নাম উল্লেখ করে অজ্ঞাতা আরো ৫/৬জনকে আসামী করা হয়।

অভিযুক্ত ওই নৈশ প্রহরী মহররম আলী বাবুকে বৃহস্পতিবার গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

এর আগে চুরির ঘটনায় ওই নৈশ প্রহরীকে সন্দেহজনক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার বিষয়টি প্রমানিত হওয়ায় তাকে মামলায় অভিযুক্ত ও গ্রেফতার দেখানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলাই চন্দ্র নাথ বাদী হয়ে চন্দ্রগঞ্জ এ মামলা দায়ের করেন। গত মঙ্গলবার গভীর রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষসহ ৫টি আলমারী ভাঙচুর করে দলিল, ল্যাপটপ ও নগদ প্রায় এক লাখ টাকা চুরি করে দূর্বৃত্তরা।

প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের জমির মালিকানা সংক্রান্ত্র দলিল ও কাগজপত্রাদি গায়েবের উদ্দেশ্যেই এ চুরির ঘটনা ঘটানো হয় বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। তিনি আরো জানান জমির মালিকানা সংক্রান্ত্র বিরোধ নিয়ে ইতোপূর্বে কতিপয় স্থানীয়দের উদ্দেশ্যমূলক দায়েরকৃত একাধিক মামলা চলমান রয়েছে।

চন্দ্রগঞ্জ থানা পুলিশ মামলা বিষয়টি নিশ্চত করে জানান, চুরির ঘটনায় আরো জড়িতদের খুজে বের করতে পুলিশ তৎপর রয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর