শৈলকুপায় বিনামুল্যে এক হাজার রোগিকে চিকিৎসা সেবা প্রদাণ

ঝিনাইদহে এক হাজার রোগিকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদাণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী শৈলকুপা উপজেলার টংবিলা গ্রামের শ্রী শ্রী গৌর গোবিন্দ মঠ ও মিশন কমিটির আয়োজনে এ সেবা প্রদাণ করা হয়।

দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদাণ করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা নিউরো সাইন্স ইনস্টিটিউটের ৮ জন চিকিৎসক।এছাড়াও আগতদের বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবিটেস পরীক্ষা
করা হয়। চিকিৎসা সেবা দেওয়ার পর রোগিদের প্রয়োজন অনুযায়ী বিনামুল্যে ঔষধ দেওয়া হয়।

কমিটির সভাপতি রঞ্জিত বিশ্বাস ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার বলেন, সেবাব ব্রত নিয়ে আমরা কাজ করছি। গ্রামের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে আমাদের এ আয়োজন।

সেবা গ্রহণ শেষে রোগীরা সন্তষ্টি প্রকাশ করে এ সেবা আগামীতেও অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ঝিনাইদহ প্রতিনিধি- বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে জেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

সেসময় জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা যুবদলের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সাংগঠনিক মোস্তাক আহমেদ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক বাবলুর রহমানসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন মিছিল থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবি জানানো হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর