পাবজি খেলায় বাবা-মায়ের ‘বকুনি’, আত্মঘাতী কিশোর

পাবজি খেলে ‘সময় নষ্ট’ করায় বাবা-মা ‘বকুনি’ দিয়েছিলেন ১৬ বছরের সন্তানকে। আর তাতেই অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে দশম শ্রেণির এক শিক্ষার্থী। ভারতের হায়দ্রাবাদের মলকজগিরিতে ঘটেছে এমন ঘটনা।

নিহত কিশোর কাল্লাকুরি সম্ভশিবা গৌতমী স্কুলের ছাত্র ছিল। মঙ্গলবার ছেলের আত্মহত্যার প্রতিবেদন দায়ের করেন সম্ভশিবার বাবা ভরত রাজ। তিনি জানিয়েছেন, দশম শ্রেণির পরীক্ষা সত্ত্বেও গেম খেলাতেই ব্যস্ত ছিল ছেলে। এর জেরেই সম্প্রতি ছেলেকে বকা দেন মা উমাদেবী। এতেই অভিমানে আত্মহত্যা করে সম্ভশিবা।

তিনি বলেন, ও সারাদিন ফোনে গেম খেলত। আমার স্ত্রী উমাদেবী ওকে সতর্ক করেছিল। ছেলে তাতে রেগে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর