গাছের কারণে বাঁচলো ৪০ প্রাণ!

খাগড়াছড়িতে বিআরটিসি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হলেও একটি গাছের কারণে প্রাণে রক্ষা পেয়েছেন ৪০ যাত্রী। বুধবার সকাল ৭টায় জেলা শহরের আলুটিলার জিরো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কমপক্ষে ৪০ জন যাত্রী নিয়ে বিআরটিসি বাসটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। বাসটি আলুটিলার পাহাড় উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের পর বাসচালক লাফ দিয়ে পালিয়ে গেলে যাত্রীবোঝাই বাসটি চালকহীন অবস্থায় পাহাড়ি ঢালুপথে প্রায় ১শ ফুট নিচে এসে একটি শিরীষ গাছে আটকে যায়। এতে যাত্রীরা প্রাণে রক্ষা পায়। এর আগে সংঘর্ষের পর পিকআপের পেছনে থাকা অপর একটি কার্ভাডভ্যান এসে আহমুদুল হক (৬৫) নামে এক পথচারীকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপের চালক মো. শফিকুল ইসলামকে(৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর