ইবিতে সচেতন শিক্ষার্থীদের র‍্যাগিং বিরোধী র‍্যালি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং এর নামে শারীরিক ও মানুষিক হয়রানি বন্ধের দাবিতে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে র‍্যাগিং বিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েক শতাধিক শিক্ষার্থীকে র‌্যাগিং বিরোধী বিভিন্ন সচেতনামূলক প্লাকার্ড নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়।
র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে সংক্ষিপ্ত আলোচনাসভায় মিলিত হয়।

এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মন ও প্রোক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান।বক্তারা বলেন,র‌্যাগিংয়ের বিরুদ্ধে বর্তমান ইবি প্রশাসনের জিরো টলারেন্স।র‌্যাগিং এ জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর