সড়ক দুর্ঘটনা দেখতে গিয়ে মারা গেলেন নিজেই

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনা দেখতে গিয়ে কার্ভাডভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম আহমাদুল হক (৭০)। তিনি পৌরসভার দক্ষিণ মাথা এলাকার বাসিন্দা।
আজ ৩ এপ্রিল, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে খাগড়াছড়ির জিরো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে বিআরটিসির একটি বাস ও টাইলসবোঝাই পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপচালক আহত হন।

এই দুর্ঘটনা দেখতে ঘটনাস্থলে যান পথচারী আহমাদুল হক। এ সময় খাগড়াছড়িগামী একটি কার্ভাডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা আহমাদুলকে ধাক্কা দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতাবস্থায় আহমাদুলকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে দুর্ঘটনাকবলিত পিকআপচালক মো. শফিকুল ইসলামকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটো জানান, আহত আহমদুল হককে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে। লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর