মিমিকে ভোট না দিলে ভোটার কার্ড কেড়ে নেয়ার হুমকি

যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তীকে ভোট না দিলে গ্রামবাসীর ভোটার কার্ড কেড়ে নেয়ার হুমকি দিয়েছেন পঞ্চায়েতপ্রধান মোদা শেখ হুসেন।

সোমবার কৃষকদের চেক প্রদানের সময় ভাঙ্গড় ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতপ্রধান মোদা শেখ হুসেন এ হুমকি দেন।

ভোটার কার্ড কেড়ে নেয়ার হুমকি ছাড়াও তিনি বলেন, মিমিকে ভোট না দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মোতাবেক, চাষির মৃত্যুর পর তার পরিবারকে দুই লাখ টাকার যে ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করা হয়েছিল, তাও দেয়া হবে না।

গ্রামবাসীর উদ্দেশে মোদা শেখ বলেন, দিদির কাছ থেকে টাকা নিয়ে ভোট দেবে অন্য জায়গায়, সেটি মেনে নেয়া হবে না।
তার এ মন্তব্যে তুমুল সমালোচনার ঝড় বইছে। তবে পঞ্চায়েতপ্রধান মোদা শেখ হুসেন নিজের পক্ষ নিয়ে বলেন, আমি সবসময়ই সোজা কথা বলতেই পছন্দ করি।

তবে এ ব্যাপারে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর