ফোর্বসের তালিকায় দুই তরুণ বাংলাদেশি

মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসে দুই বাংলাদেশি তরুণের স্থান হয়েছে। ম্যাগাজিনটি নিজ নিজ অবস্থান থেকে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা ৩০ বছরের কম বয়সী এমন ৩০০ জনের তালিকা তৈরি করে। আর ওই তালিকায় ঠাঁই হয় তরুণ দুই বাংলাদিশ উদ্ভাবকের।

তারা হলেন, অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) হুসাইন এম ইলিয়াস এবং কার্টুনিস্ট আবদুল্লাহ আল মোরশেদ।

টানা চতুর্থবারের মতো এ তালিকা প্রকাশ করেছে ফোর্বস। চলতি বছর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৩টি দেশের প্রায় কয়েক হাজার তরুণকে নিয়ে জরিপ করে এ ৩০০ জনকে নির্বাচন করে ফোর্বস এশিয়া।

ফোর্বসের কনজুমার টেকনোলজি ক্যাটাগরিতে ৩০ জনের মধ্যে নির্বাচিত হয়েছেন হুসাইন এম ইলিয়াস এবং মিডিয়া, মার্কেটিং অ্যান্ড অ্যাডভারটাইজিং ক্যাটাগরির ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকায় জায়গা পেয়েছেন আবদুল্লাহ আল মোরশেদ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর