মহেশপুরে বিষপানে শিশুর মৃত্যু

সেভেনআপের বোতলে রাখা কীটনাশক কোমল পানীয় ভেবে ভূল করে খেয়ে মাহাবুর(৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মাহাবুরদের বাড়ীরপাশে ধানক্ষেতে কীটনাশক ঔষধ দিচ্ছিলো এক কৃষক। মাহাবুর খেলার ছলে পাশে রাখা কীটনাশকের বোতলে কোমল পানীয় ভেবে ভুল করে কীটনাশক পান করে।

পরে তার মা রোজিনা খাতুন টের পেয়ে তাকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে যান,হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

সে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা ইউপির মাইলবাড়ীয়া গ্রামের হানিফের পুত্র। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর