বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে ইবির প্রথম জয়

ঢাকায় অনুষ্ঠিত মাসব্যাপী বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প প্রতিযোগিতায় বাস্কেটবল বিভাগের প্রথম খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশকে(এআইইউবি) ২১ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত করে।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ খেলায় ৪৯-২৮ পয়েন্ট ব্যবধানে এআইইউবিকে হারিয়ে দেয় ইবি।উক্ত খেলায় বিজয়ী দলের অধিনায়ক সংগীত সর্বাধিক গোল করে বলে জানা গেছে।

প্রসঙ্গত পুরো প্রতিযোগিতায় ইবি দলের প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সাবেক সফল প্রোক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান।

এদিকে গত ১৭ মার্চ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্বাবধানে ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ৬৫টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে প্রথমবারের মত শুরু হওয়া আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পস’ প্রতিযোগিতায় পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী বিভিন্ন খেলায় অংশ নিচ্ছেন বলে ধারনা করা হচ্ছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর