সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সমাধিতে বেরোবি ভাইস-চ্যান্সেলরের শ্রদ্ধা

বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক হিসেবে খ্যাত সৈয়দ শামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী। প্রয়াণ দিবস স্মরণে লেখকের জন্মস্থান কুড়িগ্রামে তাঁর সমাধিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।

জানা যায়, শুক্রবার সকালে বেরোবি ভাইস-চ্যান্সেলরের পক্ষে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (ড. তুহিন ওয়াদুদ) লেখক সৈয়দ শামসুল হকের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখকের প্রয়াণ দিবস স্মরণে বেরোবি ভাইস-চ্যান্সেলর বলেন, সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে বিচরণ করেছেন অনাবিল ছন্দে। তিনি নিজ মেধা, মনন ও সৃজনীশক্তির মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হয়েছেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাহিত্যের এক তুলনাহীন অবস্থানে।

উল্লেখ্য, ২০১৬ সালের এই দিনে দেশবরেণ্য লেখক সৈয়দ শামসুল হক মৃত্যুবরণ করেন ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর