ক্যাসিনোবাণিজ্য প্রতিষ্ঠাকারী যতই ক্ষমতাসীন হোক আইনের আওতায় আনা হবে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে যারা অবৈধভাবে ক্যাসিনোবাণিজ্য প্রতিষ্ঠা করেছেন এবং এ ধরনের অপরাধ ও দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, তারা যতই ক্ষমতাসীন হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।

শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, শেখ হাসিনার সরকার টানা তৃতীয়বার দায়িত্ব গ্রহণের পর দেশের জনগণের কল্যাণে এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

বিএনপির সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, বিএনপি একটি দুর্নীতিবাজ দল। দুর্নীতির মামলায় তাদের চেয়ারপারসন জেলে আছেন। তাদের যে সিনিয়র ভাইস চেয়ারম্যান তিনি হচ্ছেন দুর্নীতিবাজ মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত ও মুচলেকা দেয়া অপরাধী।

‘তিনি মুচলেকা দিয়ে বলেছেন, আমি অপরাধী। আমাকে ক্ষমা করে দিয়ে বিদেশে পাঠিয়ে দেন।’

এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, যুগ্ম আহ্বায়ক সেলিম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর