স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে হামলা, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে হামলার ঘটনায় সাইদুল মিয়া (৩২) নামে এক সমর্থক নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরো দুজন।

সোমবার (১ এপ্রিল) রাতে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে ওই ঘটনা ঘটে।

রোববার (৩১ মার্চ) নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের জহির উদ্দিন সিদ্দিকী টিটুকে পরাজিত করে জয়ী হন স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির। স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির পেয়েছেন ৪৯ হাজার ৮৮৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের টিটু পেয়েছেন ৪৮ হাজার ৬৯০ ভোট।

নিহত সাইদুলের চাচাতো ভাই মুর্শেদ মিয়া জানান, সোমবার সন্ধ্যার দিকে জয়ী স্বতন্ত্র প্রার্থী মনিরের সমর্থকরা ঢাক-ঢোল বাজিয়ে বিজয় মিছিল করছিল। তিনি বলেন, এ সময় নৌকার সমর্থক জাহাঙ্গীর মিয়া, আমির হোসেন, মুসা মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। হামলায় তিনজন গুরুতর আহত হয়।

মুর্শেদ মিয়া আরো জানান, স্থানীয় বাসিন্দারা ওই তিনজনকে উদ্ধার করে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের চিকিৎসকেরা সাইদুলকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর