ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ফেসবুক!

ভারতে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে ভুয়া খবর ছড়ানো ও রাজনৈতিক কাজে ফেসবুকের ব্যবহার রোধে পদক্ষেপ নিতে শুরু করেছে বিশ্বের বৃহত্তম এ সামাজিক মাধ্যম।

ইতিমধ্যে দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের অন্তত ৬৮৭টি পেজ এবং অ্যাকাউন্ট মুছে ফেলেছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুক এক বিবৃতিতে জানিয়েছে, সমন্বিত অসত্য আচরণের দায়ে কংগ্রেস সংশ্লিষ্ট এসব পেজ এবং অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।

সোমবার (০১ এপ্রিল) ফেসবুক কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ফেসবুকের বিবৃতিতে বলা হয়েছে, অনুসন্ধানে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে দেশটির বিভিন্ন ব্যক্তি অনেক গ্রুপে যোগ দেয়া, দলীয় এজেন্ডা ছড়াতে এবং এনগেজমেন্ট বাড়ানোর লক্ষে সমন্বিতভাবে কাজ করার তথ্য পেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

বিবৃতিতে ফেসবুকের সাইবার সিকিউরিটি পলিসির প্রধান নাথানিয়েল গ্লেইসার বলেন, এই কার্যকলাপের পেছনে যারা রয়েছেন, তারা পরিচয় গোপন করার চেষ্টা করেছিলেন। কিন্তু আমাদের পর্যালোচনায় দেখা যায়, এসব অ্যাকাউন্ট যারা পরিচালনা করেন, তারা ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি) আইটি সেলের সঙ্গে সংশ্লিষ্ট।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর