চীনের উইঘুরে মুসলিমদের ওপর নির্যাতন,জানেনই না ইমরান খান!

চীনের উইঘুরে বছরের পর বছর মুসলিমদের ওপর নির্যাতন করা হলেও তা জানেনই না পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। ২০ লাখ মুসলিমকে বন্দিশিবিরে রাখার বিষয়েও তিনি কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন।

গত বুধবার (৬ মার্চ) ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, ‘সত্যি কথা, আমি ওই সম্পর্কে (চীনে মুসলমানদের নির্যাতন) তেমন কিছুই জানি না।’

চীনে মুসলিম নির্যাতনের বিষয়টি নিয়ে কয়েক বছর ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর উঠে আসছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিষয়টি নিয়ে সরব রয়েছেন। এমন সময়ে ইমরান খানের এ বক্তব্য কূটনৈতিক কৌশল হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইমরান খান বলেন, ‘ব্যাপারটি সম্পর্কে আমার যথেষ্ট জানা থাকলে আমি এ ব্যাপারে কথা বলতাম।

সূত্র: সিএনএন

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর