কাউন্সিলরদের সাথে ভিডিও কনফারেন্সে জরুরি বৈঠকে তারেক

ছাত্রদলের কাউন্সিলরদের সাথে জরুরি বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৮সেপ্টেম্বর) বিকেল ৫টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে যুক্ত হবেন। ছাত্রদলের একাধিক কাউন্সিলর এ তথ্য নিশ্চিত করেছেন।

মাগুরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম আবু তাহের সবুজ বলেন, ‘বিকেল ৪টার মধ্যে আমাদের নয়াপল্টনে থাকতে বলা হয়েছে। ৫টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সঙ্গে বৈঠক করবেন, এমনটা বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলকে ঘিরে সারাদেশের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। তৃণমূল নেতাদের চাওয়া কাউন্সিলরদের মাধ্যমে সংগঠনের নেতৃত্ব নির্বাচন করা।

এখন উদ্ভুত পরিস্থিতিতে গতকাল (মঙ্গলবার) আমরা একটি বৈঠক করেছি। সেখানে তারেক রহমানকে আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়েছি। এখন আমরা তার বিবেচনার অপেক্ষায় আছি। তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই আমরা মেনে নেব।’

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন বলেন, ‘কী বিষয়ে মিটিং ডাকা হয়েছে তা এ মুহূর্তে বলতে পারব না। আমি সাতক্ষীরাতে ছিলাম। জরুরি বার্তায় আজ (বুধবার) সকালে ঢাকা পৌঁছেছি।’

এদিকে সংগঠনটির সূত্র জানায়, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠনের জন্য আজ (বুধবার) চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাউন্সিলরদের সাথে বৈঠক করবেন। আগামী সপ্তাহের মধ্যে যদি কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করার উপায় না থাকে। সেক্ষেত্রে সিলেকশন প্রক্রিয়ায় কমিটি গঠন হবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর