সাভারে কালবৈশাখীর তান্ডবে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি

রাজধানীর অদূরে সাভারে কালবৈশাখী ঝড়ের তান্ডবে গাছপালা ভেঙ্গে বাড়ীঘর, মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার (৩১ মার্চ) সন্ধ্যায় হঠাৎ কালবৈশাখী ঝড় উঠলে সাভারের বিভিন্ন এলাকায় এ ক্ষয়ক্ষতি হয়।

সাভারের নয়াবাড়ী পাঁচতারা জামে মসজিদের উপর গাছ পড়ে দেয়ালে ফাটল ও টিনের চালা ভেঙ্গে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মসজিদ কর্তৃপক্ষ। এর আশে পাশের এলাকায় বিভিন্ন বাড়ীর দেয়াল ও ছাদের দেয়াল ভেঙ্গে যায় এবং গরুর খামারের টিনের চালা উপড়ে গাছের উপর উঠিয়ে নিয়ে যায় কালবৈশাখী ঝড়। এছাড়াও রাস্তা ও বাসা-বাড়ীর উপর গাছপালা ভেঙ্গে পড়লে আম ও কাঁঠাল ফলের ব্যাপক ক্ষতিসাধিত হয়।

এদিকে সাভার উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সের আরএমও ডা: জাহিদুর রহমান জানান, ঝড়ে আহত অবস্থায় ৩ জনের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা লিটন জানান, কালবৈশাখী ঝড়ের তান্ডবে সাভারে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর