যশোরে শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালু

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক যশোরের ঝিকরগাছায় শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিল চালু হয়েছে। এখন থেকে মাত্র ২০ টাকার বিনিময়ে শিক্ষার্থীরা প্রতিদিন দুপুরে স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারবে। ফলে সন্তোস প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

শনিবার (১৪ই সেপ্টেম্বর)দুপুরে ঝিকরগাছা বিএম হাইস্কুলে মিড-ডে মিল চালু উদ্বোধন করেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃমনিরুল ইসলাম।

সপ্তাহে ২দিন খিচুড়ী, ২দিন ডাল-ভাত এবং ২দিন রুটি সবজি দেয়া হবে। প্রথমদিন ৪ শত ৪২ জন শিক্ষার্থী মিড-ডে মিল (দুপুরের খাবার) খেয়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ জানিয়েছে।

৮ম শ্রেণীর একজন শিক্ষার্থীর অভিভাবক সমির চক্রবর্তী বলেন, অধিকাংশ শিক্ষার্থী টিফিনের সময় ভাজাপোড়া খাওয়ার কারনে পেটের পীড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। স্কুলে দুপুরের খাবারের ব্যবস্থা হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

পর্যায়ক্রমে উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিল চালুর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত খাবার দেয়া হবে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ,ব্যাসবেইস অফিসার তরিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ,পরিচালনা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান লিটন, ইসমাইল হোসেন বাবু,উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হক শিপলু প্রমূখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর