আলফাডাঙ্গায় শিশুদের সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

“শিশুকে সাঁতার শিখান, পানিতে নিরাপদ রাখুন”- এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং হেলথ এন্ড এডুকেশন ফর দি লোকাল আন্ডার প্রিভিলাইজড পিপল (হেল্প) এর তত্ত্বাবধানে পরিচালিত ‘শিশুর জীবন সুরক্ষায় সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি’ এর আওতায় শিশুদের সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টার সময় উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শিশুর জীবন সুরক্ষায় সাঁতার প্রশিক্ষণ শীর্ষক কর্মসূচির সিনিয়র সহকারী সচিব ও কর্মসূচি পরিচালক পাপিয়া ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- হেলথ এন্ড এডুকেশন ফর দি লোকাল আন্ডার প্রিভিলাইজড পিপল (হেল্প) এর মহাসচিব শেখ মোসাদেক কবির, পৌর মেয়র সাইফুর রহমান, প্রকল্পের কার্যকরী নির্বাহী সদস্য মো. ইমাম হোসেন (মিলু) ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন- হেলথ এন্ড এডুকেশন ফর দি লোকাল আন্ডার প্রিভিলাইজড পিপল (হেল্প) এর অর্থ সচিব অশোক কুমার বিশ্বাস।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সাঁতার প্রশিক্ষণার্থী শিশুদের অবিভাবকরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর