এই চোরচক্র মাত্র তিন মিনিটেই যেকোনো তালা ভাঙতে সক্ষম

চট্টগ্রাম নগরের বাকলিয়া থেকে ‘চোরচক্রের’ সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, পারদর্শী এই চোরচক্র মাত্র তিন মিনিটেই যেকোনো তালা ভাঙতে সক্ষম।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে নগরের কর্ণফুলী নদীর বেড়িবাঁধ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. শহিদুল ইসলাম শহিদ (২২), মো. তৈয়ব (২০), ইরফান (২০), মো. জাহাঙ্গীর (৩০), মো. রাসেল (১৮), মো. রাজু (১৮) ও মো. সুমন (১৮)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, নগরের কল্পলোক আবাসিক এলাকায় বিভিন্ন সময় চুরির অভিযোগের প্রেক্ষিতে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তারা খুবই কৌশলী। বহুতল ভবনের পাইপ বেয়ে উঠে তিন মিনিটের মধ্যে তালা ভেঙে চুরি করতে পারে।

তিনি আরও বলেন, তাদের কাছ থেকে ১০টি চোরাই মোবাইল ও বন্দুক উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর