ফাইনালে ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারায় ভারত। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও তানজিম হাসান সাকিব।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭.২ ওভারে ১৮ রানে ৩ উইকেট।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ১০ টায় শুরু হয় ম্যাচটি।

উল্লেখ্য, এর আগে তিনবার সেমিফাইনালে উঠলেও, একবারও ফাইনালের দরজা খুলতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ২০১৬ এবং ২০১৭- এই দুই আসরের সেমিফাইনালে বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে ফাইনাল দুঃস্বপ্ন হয়ে ধরা দেয়। ২০১৮ সালের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়ে হারতে হয়েছিল যুবাদের।

এবার দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি ছিল আফগানিস্তান। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি আর মাঠে গড়ায়নি। পয়েন্টে এগিয়ে থাকার কারণে আফগানদের পেছনে ফেলে ফাইনালে ওঠে বাংলাদেশ। একইভাবে ভারতও ফাইনালে ওঠে স্বাগতিক শ্রীলঙ্কাকে পেছনে ফেলে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর