ল্যান্ডার বিক্রমের সাথে যোগাযোগ স্থাপনে কাজ শুরু করলো নাসা

চন্দ্রপৃষ্ঠের কোথাও একটা স্তব্ধ হয়ে পড়ে রয়েছে ল্যান্ডার বিক্রম। কিন্তু কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ইসরো অনবরত চেষ্টা করে চলেছে বিক্রমের খোঁজ পাওয়ার। এবার সেই কাজে হাত লাগিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তাদের অরবিটার বিক্রমের ছবি তুলে আনার চেষ্টা করবে বলে জানা গিয়েছে। তবে এর মধ্যেই বিক্রমে মেসেজ পাঠিয়েছে নাসার অ্যান্টেনা।

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত তথ্য অনুযায়ী, ল্যান্ডার বিক্রমকে ‘হ্যালো’ মেসেজ পাঠিয়েছে নাসা৷ নাসা-র জেট প্রোপালসন ল্যাবরেটরি রেডিয়ো ফ্রিকুয়েন্সির মাধ্যমে বিক্রমের সঙ্গে যোগাযোগে চেষ্টা চালাচ্ছে৷ ডিপ স্পেস নেটওয়ার্কের মাধ্যমে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে৷ ইসরো-র সঙ্গে চুক্তিভিত্তিক ভাবেই এই চেষ্টা করছে নাসা৷

বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টায় ১৪ দিন সময় নিয়েছে ইসরো৷ ২১ সেপ্টেম্বরের মধ্য যে কোনভাবে যোগাযোগ করতে হবে। নাসা-র আশা, চন্দ্রযান ২ -এর অরবিটার চাঁদ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ও অজানা তথ্য পাঠাবে৷ যেহেতু অরবিটারটিতে অত্যাধুনিক প্লেলোড আছে, ফলে চাঁদের পরিষ্কার ছবি পাঠাবে৷

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি রিপোর্টে নাসার একজন মুখপাত্র জানিয়েছেন, বিক্রম ল্যান্ডারের যেখানে অবস্থান হওয়ার কথা সেখানে যাবে নাসার অরবিটার। তাতে তোলা সব ছবি শেয়ার করা হবে ইসরোর সঙ্গে। তবে সূত্রের খবর, নাসা ইতিমধ্যেই বিক্রমকে খোঁজার জন্য ইসরোকে সাহায্য করতে শুরু করেছে।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আগেই অভিনন্দন জানিয়েছে ইসরোকে। ট্যুইট করে সঙ্গে থাকার বার্তা দিয়েছে নাসা। তারা লিখেছে, ‘মহাকাশটা বড্ড কঠিন। তোমাদের পথচলা আমাদের অনুপ্রাণিত করেছে। আগামিদিনে সৌরজগতকে আরও বেশি আবিষ্কার করার সঙ্গী হতে পারি আমরা।’

চাঁদের অবতরণের মিনিট দুয়েক আগে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর। তবে চন্দ্রযান ২ কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়নি। অরবিটারের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়নি। বরং সেটি সঠিক কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করছে, ছবি তুলেও পাঠাবে ভারতে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর