এবার ফায়ার সার্ভিস অফিসে আগুন,নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট

রাজধানীর ডেমরায় ফায়ার সার্ভিস অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার ( ৩১ মার্চ) দিবাগত রাতে বজ্রপাতের কারণে ফায়ার সার্ভিসের অফিসের মধ্যে একটি গ্যাসের লাইনে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিসের ডেমরা জোনের ফায়ার ম্যান মো. সোহেল রানা রোববার ( ৩১ মার্চ) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

এদিকে রাজধানীর নিউমার্কেট সংলগ্ন গাউছিলা মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার ( ৩১ মার্চ) দিবাগত মধ্যরাতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

সোমবার রাত সাড়ে ১২টায় এ খবর লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছিল।

মার্কেটের দ্বিতীয় তলার একটা রেস্টুরেন্ট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর