সাইফুদ্দিন-মোসাদ্দেকের আঘাত, চাপে জিম্বাবুয়ে

টসে জয়লাভ করে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই টেইলরের উইকেট হারিয়ে বড় ধরণের ধাক্কা খায় জিম্বাবুয়ে ।

দলীয় ৭ রানের মাথায় ব্যাক্তিগত ৬ রান নিয়ে তাইজুলের প্রথম বলে আউট হন ব্রেন্ডন টেইলর। তারপর দলের হাল ধরেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা এবং ক্রেইগ আরভিন। বেশিক্ষন দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন নাই এই জুটি ।

দলীয় ৫১ রানের মাথায় ব্যাক্তিগত ১১ রান নিয়ে ফিজের বলে আউট হন ক্রেইগ আরভিন। আরভিনের বিদায়ের পর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মাসাকাদজা । তবে সে প্রতিরোধ বড় হতে দেন নাই সাইফুদ্দিন। দলীয় ৫৬ রানের মাথায় ব্যাক্তিগত ২৬ বলে ৩৪ রান নিয়ে সাইফুদ্দিনের বলে বিদায় নেন জিম্বাবুয়ে দলনেতা ।

মাসাকাদজার বিদায়ের পর দলীয় ৫৬ রানে, রানের খাতা না খুলে মোসাদ্দেকের প্রথম বলে বিদায় নেন উইলিয়ামস। উইলিয়ামসের বিদায়ের পর মাঠে আসেন টিমাইসেন মারুমা । যদিও মাঠে এসে তেমন কিছুই করতে পারেন নাই মারুমা। রায়ান বার্লের সাথে ভুল বুজাবুজিতে মোস্তাফিজের বলে রান আউটের শিকার হন টিমাইসেন মারুমা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১৩ ওভারে বলে ৫ উইকেটে ৭৬ রান ।

১১ সদস্যের বাংলাদেশ দল: সাকিব আল হাসান, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসাইন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দীন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর