কোহলিকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখেন ম্যাক্সওয়েল: জাস্টিন ল্যাঙ্গার

ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলিকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, মনে করছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার।

মূলত এই অজি অলরাউন্ডারের টি-টুয়েন্টি খেলার সামর্থ্য দেখে এমনটা মন্তব্য করেছেন তিনি। কিছুদিন আগেই ভারতের বিপক্ষে দুর্দান্ত এক শতকে দল জিতিয়েছিলেন ম্যাক্সওয়েল। ল্যাঙ্গারের মনে ধরেছে তা।

‘আমি তাঁকে মূল চ্যালেঞ্জের জায়গা ধরিয়ে দিয়েছি। আমরা এখন ভিরাট কোহলিকে দেখছি। ওয়ানডেতে তাঁর গড় ৬০। এই মুহূর্তে ৯৯ ম্যাচে ম্যাক্সির গড় ৩২-৩৩। সেও হতে পারে ভিরাট কোহলি।

‘তাঁর ঐ প্রতিভা অবশ্যই আছে। সে যেভাবে ভারতের বিপক্ষে টি-টুয়েন্টিতে সেঞ্চুরি করেছে, সেটা দারুণ। আমরা জানি, বিশেষ করে টি-টুয়েন্টিতে সে দুর্দান্ত ক্রিকেটার।’

আগামীতে ওয়ানডে ফরম্যাটের একজন সেরা ক্রিকেটার হওয়াটাও ম্যাক্সওয়েলের চ্যালেঞ্জ বলে মনে করছেন ল্যাঙ্গার। এছাড়া ভালো টেস্ট ক্রিকেটার হওয়ারও সামর্থ্য আছে ম্যাক্সওয়েলের। ল্যাঙ্গারের ভাষায়,

‘তাঁর পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে ওয়ানডেতে সেরা ক্রিকেটার হওয়া। এছাড়া সে টেস্ট ক্রিকেটেও ভালো করতে পারে। তাঁর ভালো জায়গায় পৌঁছানোর সুযোগ আছে।

‘সে যেভাবে অনুশীলন করে এবং যেভাবে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে, সেটা দারুণ। তাঁর মতো ক্রিকেটার দলে থাকাটা অবশ্যই দুর্দান্ত।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর