রেললাইন ভেঙ্গে যাওয়ায় কিশোরগঞ্জ – ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর রেলস্টেশনে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রেললাইন ভেঙ্গে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। রেললাইন ভেঙ্গে যাওয়ায় কিশোরগঞ্জ – ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এরপর থেকে কিশোরগঞ্জ থেকে ভৈরব রুটে চলাচলকারী বিভিন্ন ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীরা দুর্ভোগ আর বিড়ম্বনায় পড়েছেন।

কিশোরগঞ্জ জিআরপি থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি হালিমপুর স্টেশন অতিক্রম করার পর পরই রেললাইন ভেঙ্গে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। সকাল সাড়ে ৭টার দিকে রেললাইন ভেঙ্গে যাওয়ার বিষয়টি ধরা পড়ার পর এই স্টেশনের উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।

এছাড়া দ্রুততম সময়ের মধ্যে রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়। আশা করা যায়, অল্প সময়ের মধ্যেই রেললাইন মেরামত শেষে ট্রেন চলাচল শুরু হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর