কঙ্গোতে ট্রেন দুর্ঘটনা: এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫০

কঙ্গোর দক্ষিণ-পূর্বাঞ্চলে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে ৫০ যাত্রীর। এই দুর্ঘটনায় আহত হন আরও ২৩ জন যাত্রী।এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় ভোর ৩টা নাগাদ মাইবারিদি এলাকায় লাইনচ্যুত হয় ট্রেনটি। এসময়, উল্টে পড়ে কমপক্ষে তিনটি বগি। ট্রেনের নিচে অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। যাদের সন্ধানে কাজ করছে উদ্ধারকর্মীরা।

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি, চলছে তদন্ত। প্রাথমিকভাবে, চালকের অবহেলা এবং দুর্বল অবকাঠামো ব্যবস্থাকে দায়ী করছে কর্তৃপক্ষ। গেলো মার্চেও, কাসাই অঞ্চলে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেছে ২৪ জনের।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর