সৌদিতে ভাগ্য বদলাতে গিয়ে ফিরলেন ‘বোঝা’ হয়ে

নিজের ও পরিবারের ভাগ্য বদলাতে মৌলভীবাজারের মলগঞ্জ উপজেলার এক নারী পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। তখন তিনি নিজের পায়ে চলতে পারতেন। কিন্তু ছয় মাস পর তিনি দেশে ফিরলেন পঙ্গু হয়ে। সৌদিতে নির্যাতনের ফলে কারও ভাগ্য তো বদলানো হলো না, উল্টো পরিবারের ‘বোঝা হয়ে’ দেশে এলেন ওই নারী।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে আমিরাত এয়ারওয়েজ ই কে- ৫৮২ ফ্লাইটে ওই নারীর সঙ্গে আরও ১৭ জন নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান। তিনি জানান, ব্র্যাকের হিসেবে গত নয় মাসে ৮৫০ জন নারী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

সৌদিতে নির্যাতনের শিকার হয়ে আজ ফিরে আসা কমলগঞ্জের ওই নারী জানান, মাত্র ছয় মাস আগে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিণতি, তাকে পঙ্গু হয়ে দেশে ফিরতে হলো।

জানা গেছে, ওই নারী কর্মী নিয়োগকর্তার নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে আশ্রয় নিয়েছিলেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর