‘বোলিং বৈচিত্র্যের কারণেই আমার সাফল্য’: রশিদ খান

মাত্র ১৭ বছর বয়সে অভিষেক ঘটে বিস্ময় বালক রশিদ খানের৷ তিন বছর পর এই বালক হয়েছেন তরুণ। এরই মাঝে দখল করেছেন টি-টোয়েন্টির সেরা বোলার র‌্যাংকিং। ওয়ানডেতে বোলিং র‌্যাংকিয়ে ৩ নম্বরে থাকা রশিদ অলংকৃত করেছেন সেরা অলরাউন্ডারের মঞ্চ।

ধাঁধাময় লেগ স্পিনের সঙ্গে অনাঙ্ক্ষিত মারাত্নক গুগলি – রশিদকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। আফগান এই তারকাকে নিয়ে তাই মানুষের প্রশ্ন ও আগ্রহের কমতি নেই। রশিদ খান ঠিক কতো ধরনের বোলিং করতে পারেন এমন প্রশ্নকারীর সংখ্যাও নিছক কম নয়। সম্প্রতি তিনি নিজেই উত্তর দিলেন প্রশ্নটির।

আইপিএলে এক ম্যাচ শেষে তিনি জানান, ‘আমি বোলিংয়ে ভিন্ন বৈচিত্র্য আনার চেষ্টা করেছি। ব্যাটসম্যানকে জায়গা বানিয়ে খেলার কোনো সুযোগ দেইনি কারণ বল তেমন ঘুরছিলো না।

আমি ভিন্ন ভিন্ন কৌশলে পাঁচ ধরণের লেগ স্পিন করতে পারি। বোলিং বৈচিত্র্যের এবং আমি ভালো লেন্থে বল করার মাঝেই আমার সফলতা।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর