অপহরণকারী চক্রের ৯ সদস্য আটকঃ অপহৃত ৪ জন উদ্ধার

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন আব্দুল লতিফ হাটখোলা মহিলা স্কুল এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় লিচু ফ্যাক্টরির গার্ড রুম থেকে তাদের গ্রেফতার করা হয়। সেই সাথে অপহৃত মোহাম্মদ বেলাল (৩০), ইয়াছিন (২৪), বশির আহমদ (৪৫) ও মোহাম্মদ ফারুককে (২৩) উদ্ধার করা হয় বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।

পুলিশ জানায়, অপহরণের শিকার ব্যক্তিরা বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়ায় দুবাই যাওয়ার কথা ছিল। তারা বাকলিয়ার আব্দুল লতিফ হাটখোলায় মো. সামসুল আলম নামের এক ব্যক্তির বাসায় অবস্থান করার সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপহৃত হন।

পুলিশ আরও জানায়, ৮-৯ জনের সংঘবদ্ধ দল ওই বাসায় ঢুকে ডিবির লোক পরিচয় দিয়ে তাদের মারধর করে। মারধরের পরে তাদের থানায় নিয়ে যাওয়ার কথা বলে বাকলিয়ার লিচু ফ্যাক্টরির গার্ড রুমের আটকে রাখা হয় এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।অপহরণকারীরা চারজনের পরিবারের মোবাইলে ফোন করে দুইটি বিকাশ নম্বরে টাকাও পাঠাতে বলে।

অপহৃত ব্যক্তিদের পরিবার হকে থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযানে নামে। বাকলিয়ার ডেপুটি রোডে অবস্থিত হাফিজ টেলিকম সেন্টারে টাকা নিতে এলে প্রথমে জাহিদুর আলম (২৩) ও আবু হেলালকে (২৮) আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে মো. সোহাগ (২৪), মো. সাকিল (২৪), ইব্রাহিম (২০), মো. ইমরান (২৬), মো. মুজিব (২৫), শওকত আলী (২৬) ও মো. সাহাব উদ্দিনকে (১৯) গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় নগদ ৩২ হাজার ৭০০ টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর