নতুন মোড়কে আসবে ছাত্রলীগ: রাব্বানী

সম্প্রতি ছাত্রলীগের বর্তমান কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর থেকে চলছে আলোচনা-সমালোচনা। ঠিক এমন সময় বাংলা‌দেশ ছাত্রলীগ নতুন মোড়‌কে আস‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছে সংগঠন‌টির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বৃহস্প‌তিবার (১২ সেপ্টেম্বর) দুপু‌রে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যালয়ের সামনে সাংবা‌দিক‌দের সাথে আলাপকালে তি‌নি এ কথা ব‌লেন।

রাব্বানী ব‌লেন, বঙ্গবন্ধুর জন্মশতবা‌র্ষি‌কীর আর মাত্র চার মাস বা‌কি আছে। তার ম‌ধ্যে ভুলত্রু‌টি ঘুছি‌য়ে বাংলা‌দেশ ছাত্রলীগ নতুন মোড়‌কে আস‌বে।

সম্প্রতি উঠা ছাত্রলী‌গের বিরু‌দ্ধে অভিযোগের বিষ‌য়ে রাব্বানী ব‌লেন, প্রধানমন্ত্রীর কা‌ছে আমা‌দের বিষ‌য়ে স‌ঠিক বার্তা পৌঁছে‌নি। আমা‌দের অবস্থান থে‌কে আমরা স্বচ্ছ আছি। য‌দি তি‌নি চান আমা‌দের বিষয়‌টি আমরা ব্যাখ্যা দি‌তে প্রস্তুত আছি। যা র‌টে তার কিছুটা ঘ‌টে। ‌তি‌নি আমা‌দের অভিভাবক, আমা‌দের মা। আশা ক‌রি প্রধানমন্ত্রী আমা‌দের ভুলত্রু‌টিগু‌লো ক্ষমাসুন্দর দৃ‌ষ্টি‌তে দেখ‌বেন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর