অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

খুলনায় ময়ূর নদের পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে নগরীর গল্লামারী এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। গত ৯ দিনে ৬০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় তিন একর জমি দখলমুক্ত করা হয়েছে।

পর্যায়ক্রমে ময়ূর নদসহ ২৬টি নদী ও খালের পাড়ে গড়ে ওঠা ৩৮২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর