বন্ধুদের দেখানোর জন্য ছোট্ট এক শিশু একটি তাজা গ্রেনেড নিয়ে স্কুলে চলে আসে। এরপর ওই স্কুলজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনের একটি প্রি-স্কুলে এ ঘটনা ঘটেছে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার এক শিশু একটি গ্রেনেড হাতে নিয়ে স্কুলে চলে আসে। এরপর এক শিক্ষক তা দেখতে পান। পরে ওই শিক্ষক তৎক্ষণাৎ পুলিশে খবর দেন।
স্কুল কর্তৃপক্ষ বলছে, সামরিক অস্ত্র প্রশিক্ষণের জন্য ব্যবহৃত স্থানীয় একটি এলাকায় ওই শিশু গ্রেনেডটি খুঁজে পায়। এরপর তা হাতে নিয়ে স্কুলে চলে আসে।
পুলিশ কর্তৃপক্ষ গ্রেনেডটিকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করে। তারা পুরো এলাকা ঘিরে ফেলেছিল। পরে সেখানে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা উপস্থিত হন। কয়েক ঘণ্টা চেষ্টার পর গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়।
স্থানীয় পুলিশের একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, যদি গ্রেনেডটি বিস্ফোরিত হতো, তাহলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত।
বার্তাবাজার/এএস